ভাস্কর্য নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায় হেফাজত

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২০, ১৫:৫১

অনলাইন ডেস্ক

ভাস্কর্য নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান করতে সরকারের সঙ্গে আলোচনা করে চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। আলোচনার বিষয়ে আলেমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার জন্য চেষ্টা করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এসব কথা জানানো হয়।

হেফাজতে ইসলামের নেতা ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং চেষ্টা করছি আলাপ–আলোচনার মধ্যে দিয়েই এই সমস্যার সমাধান যেন সুন্দরভাবে সমাপ্ত হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে মাহফুজুল হক বলেন, সময় এখনো ঠিক হয়নি, যোগাযোগ চলছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম। এসময় তিনি ভাস্কর্য বিষয়ে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীমের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।

মাওলানা নূরুল ইসলাম কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির দাবী জানান। তবে তারা সন্দেহভাজন ব্যক্তিদের ছবি নিয়ে কিছু সন্দেহও প্রকাশ করেছেন।