চাঁপাইনবাবগঞ্জে দলিত বঞ্চিতদের মানববন্ধন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০, ১৫:৫৮

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন(বিডিইআরএম), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ৫ ডিসেম্বর বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিবার দিবস-২০২০ উপলক্ষে এই কর্মসূচী আয়োজন করা হয়। শনিবার (৫ ডিসেম্বর) সকালে শহরের সেন্টু মাকেটের সামনে অনুষ্ঠিত কর্মসূচী থেকে আসন্ন আদমশুমারী-২০২১ এ দলিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তভূক্তির দাবী তোলা হয়।

বক্তব্য দেন সংগঠনের জেলা শাখা উপদেষ্টা শ্যাম কিশোর দাস ও সাজেমান হক মন্ডল, সভাপতি ব্রক্ষনাথ ঠাকুর, সেক্রেটরী দেবসাগর ঠাকুর, সহ-সেক্রেটারী অর্পিতা দাস, সদস্য পশুপতি রবিদাস প্রমুখ।

বক্তরা বলেন শুমারীতে দলিত বঞ্চিতদের আলাদা তথ্য সংগ্রহ হলে তাদের জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ সহজ ও সঠিক হবে। তারা দলিত বঞ্চিতদের উন্নয়নে রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গীকার স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাজেটে তাদেও উন্নয়নে আলাদা বরাদ্দ রাখতে হবে ও সকল ক্ষেত্রে তাদের যথাযথ স্বীকৃতি দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত