সিলেটের ইতিহাসে প্রথমবার হাফ ম্যারাথন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৪৫

সাহস ডেস্ক

প্রথমবারের মতো হাফ ম্যারাথন অনুষ্ঠিত হলো সিলেটের ভূমিতে। এতে সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা অন্তত এক হাজার দৌড়বিদ অংশ গ্রহণ করেন।

আলী আমজাদের ঘড়িতে ঘণ্টা বাজতেই শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর ঠিক ছয়টায় হাফ ম্যারাথন শুরু হয়।

সিলেট নগরীর ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ থেকে শুরু হয়ে ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন ও সাড়ে ৭ কিলোমিটার ক্যাটাগরিতে দুটি রাউন্ড অনুষ্ঠিত হয়।

আয়োজক সিলেট রানার্স কমিউনিটির সংগঠকেরা জানান, চার শতাধিক দৌড়বিদের অংশগ্রহনে ক্বিন ব্রিজ থেকে সদর উপজেলার বাইশটিলা হয়ে উল্টো ঘুরে লাক্কাতুরা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন শেষ হয়।

অন্যদিকে ৬ শতাধিক দৌড়বিদের অংশগ্রহনে ক্বিন ব্রিজ থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই গন্তব্যে শেষ হয় সাড়ে সাত কিলোমিটার মিনি ম্যারাথন রাউন্ড।

আয়োজন শেষে রানার্স কমিউনিটির সংগঠকেরা জানান, সুস্বাস্থ্য গঠনের আগ্রহ সৃষ্টির লক্ষে এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত