চাঁদপুরে তেলবাহী লরি-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২০, ১৪:১৮

সাহস ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জে তেলবাহী লরি এবং সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, রায়পুর উপজেলার সিএনজি স্কুটার চালক জাহাঙ্গীর (৪০) ও ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামের রুমা বেগম (৩০), শোল্লা এলাকার মামুন (৩৫)।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের সরকারি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসার সময় চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চাকা ফেটে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা সঙ্গে সংঘর্ষ হয়। এতে তেলবাহী লরি ও সিএনজি অটোরিকশাটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। 

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় দু’জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা গেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত