নড়াইলে ইঞ্জিনিয়ারিং কলেজের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ১৯:১৬

ফরহাদ খান (নড়াইল প্রতিনিধি)

নড়াইল শহর সংলগ্ন সীমাখালী ও বোড়াবাদুরিয়া মৌজায় প্রস্তাবিত খান হাতেম আলী ইঞ্জিনিয়ারিং কলেজের নামে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগী এলাকাবাসীর আয়োজনে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নড়াইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
 
এলাকাবাসীর পক্ষে ফরিদুল ইসলাম বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার জন্য নড়াইলের বোড়াবাদুরিয়া ও সীমাখালী মৌজায় ৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে এসব জমি শতক প্রতি ১৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বাজার মূল্যের তুলনায় কয়েকগুণ কম। বর্তমানে এসব জমি শতক প্রতি ৩ থেকে ৪ লাখ টাকা বিক্রি হচ্ছে। তাদের দাবি বর্তমান বাজার মূল্যে অধিগ্রহণ করে জমির মালিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়া হোক।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমির মালিক বাদশা সরদার, প্রশান্ত মল্লিক, শ্রীবাস মিত্র, রাশেদুল হাসান, নাজমুল হুসাইনসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত