চাঁপাইনবাবগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১২ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২০, ১৮:৩৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০, ১৮:৫১

চাঁপাইনবাবগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় মনোসামাজিক ও রির্ফ্রেসার্স কোর্স উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান করে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। বক্তব্য দেন, সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, হিজড়া জনগোষ্ঠীর নেতা ববিতা, লিলি সহ সমাজসেবা কর্মকর্তারা।

হিজড়া জনগোষ্ঠীর নেতা ববিতা তার বক্তব্যে হিজড়াদের আবাসন সমস্যার বিষয়টি জানান। তিনি বলেন, সমাজসেবা কার্যালয় থেকে প্রশিক্ষণ নিয়েএখন তিনি  বিউটি পার্লার চালাচ্ছেন। লিলি কম্পিউটরের কাজ করছেন।

জেলা প্রশাসক ও সাবেক সংসদ সদস্য বলেন, হিজড়াদের আবাসন সংকট সমাধানে চেষ্টা করা হবে। তারা হিজড়াদের নিজেদের হিজড়া হিসেবে আলাদা না ভেবে মানুষ হিসেবে ভাবতে শেখার অনুরোধ করেন। তারা হিজড়াদের আচরণ ও অভ্যাস পরিবর্তন এবং সাধারণ মানুষের নিকট থেকে টাকা নেয়া ও মানুষের সাথে দূর্ব্যবহার পরিহার করতে বলেন। তাদের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বি হতে বলেন।