মুক্তিযুদ্ধ জাদুঘরে গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কোর্স

প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ১৮:২৭

সাহস ডেস্ক

 

 মুক্তিযুদ্ধ জাদুঘর তরুণ গবেষকদের জন্য মাসব্যাপী গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কোর্স - এর আয়োজন করতে যাচ্ছে। ৪ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০, সপ্তাহে তিনদিন (বৃহস্পতি , শুক্র ও শনিবার) বিকেল ৪ টা থেকে ৫:৩০ পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। জুম লিংকের মাধ্যমে কোর্সটি পরিচালিত হবে। 

কোর্সে অংশগ্রহণের যোগ্যতা : বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী হতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনকারী তরুণ গবেষকবৃন্দ অংশ নিতে পারবে। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় আগ্রহী তরুণদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০১০। নির্বাচিত প্রার্থীদের ১০০০ টাকা কোর্স ফি জমা দিতে হবে। শিক্ষার্থীদের ৫০০ টাকা জমা দিতে হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত