আদালতে অস্বাভাবিক আচরণ মজনুর

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২০, ১৭:৫৫

সাহস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মজনু আসামির কাঠগড়ায় ওঠার পর অস্বাভাবিক আচরণ করেছেন। উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে মজনু বলতে থাকেন, তাকে যেন আজই ছেড়ে দেওয়া হয়। এরপর গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে পুলিশের এক সদস্যের শার্টের কলার ধরে টান দেন। আত্মহত্যার হুমকিও দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণার আগে বেলা আড়াইটার দিকে মজনুকে আদালতে তোলে পুলিশ। 

মজনুর এমন অস্বাভাবিক আচরণের কারণে রায় ঘোষণার আগে আদালতে উপস্থিত সাংবাদিকদের এজলাসকক্ষের বাইরে যেতে বলা হয়।

রায়ের প্রতিক্রিয়ায় সরকারি কৌঁসুলি (পিপি) আফরোজা ফারহানা আহমেদ বলেন, রায়ে তারা সন্তুষ্ট। মাত্র ১৩ কার্যদিবসে মামলার বিচারকাজ শেষ হয়েছে। বাদীপক্ষে আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী আবদুর রশীদ বলেন, রায়ে তারা সন্তুষ্ট।

অপর দিকে মজনুর পক্ষে কোনো আইনজীবী না থাকায় তার পক্ষে মামলা লড়ছেন ঢাকা জেলা লিগ্যাল এইডের আইনজীবী রবিউল ইসলাম। তিনি বলেছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।

ঢাবি ছাত্রী ধর্ষণের মামলার একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক মোছা. কামরুন্নাহার এ রায় দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত