বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে বিদ্যুৎহীন চার জেলা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২০, ১৪:৩৪

সাহস ডেস্ক

সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে সারা সিলেট বিদ্যুৎহীন রয়েছে। এ ঘটনায় সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। বেলা পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা যিশু তালুকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, এই উপকেন্দ্রের মাধ্যমে পিডিবির দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। একটি ২২৫ মেগাওয়াট, আরেকটি ২০ মেগাওয়াট। আগুন এখন নিয়ন্ত্রণে এলেও ট্রান্সফরমার, সঞ্চালন লাইনসহ উপকেন্দ্রের অনেক কিছু পুড়ে যাওয়ায় সিলেটে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না আপাতত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত