ভিক্ষুকমুক্ত দেশ গড়তে রামগতিতে গরু বিতরণ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২০, ১৯:৫৪

লক্ষ্মীপুরের রামগতিতে ১৬ লাখ টাকা ব্যয়ে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬৪ পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের বাস্তবায়নে ও গ্রেট ওয়াল সিরামিকের সহযোগিতায় আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ, গ্রেট ওয়াল সিরামিকের সহকারী জেনারেল ম্যানেজার মো. গোলাম ফরিদ।

অনুষ্ঠান শেষে উপজেলার দুঃস্থ, অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল পরিবারগুলোর সদস্যদের মাঝে গরু বিতরণ করেন অতিথিরা।

ভিক্ষুকমুক্ত দেশ গড়তে জেলা প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়ন করেছে। লক্ষ্মীপুরের রামগতিতে ভিক্ষুকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গবাধি পশু বিতরণের উদ্যোগ নেওয়া হয়। সে লক্ষ্যে লক্ষ্মীপুর রামগতি উপজেলার ৮টি ইউনিয়নের ৬৪ ভিক্ষুক পরিবারের তালিকা করে তাদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। এতে ১৬ লাখ টাকা ব্যয় হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত