যশোরে করোনাভাইরাসে মৃত্যুর হাফ সেঞ্চুরী

প্রকাশ : ১০ নভেম্বর ২০২০, ১৯:৫০

শ্রাবন রায় টবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো পাঁচটি নমুনা করোনা পজেটিভ ফল দিয়েছে। এর মধ্যে যশোরের চারটি ও মাগুরার একটি নমুনা রয়েছে। যশোরে মরণ ভাইরাস কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুতে হাফসেঞ্চুরী পূরণ হয়েছে। অর্থাৎ করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ পেরিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, গত সোমবার রাতে তাদের ল্যাবে মোট ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৬টি নেগেটিভ ফল দিয়েছে।

এদিন যশোরের ৫০টি নমুনা পরীক্ষা করে চারটি এবং মাগুরার ১১টি নমুনা পরীক্ষা করে একটি পজেটিভ ফল পাওয়া যায়। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সকালেই সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ১৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫০ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত