শিবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২০, ১৬:১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার  শিংনগর সীমান্তের বিপরীতে ভারতের ২০ গজ ভেতরে রাঘববাটি নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২ ঘন্টাব্যাপী সভায় ১৬ সদস্যের বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৫৩ বিজিবি ব্যাটালিয়ন (চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল সুরুজ মিয়া। অপরদিকে ১৪ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৭৮'বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট বিজয় কুমার সিং।

লে.কর্ণেল সুরুজ মিয়া জানান, বৈঠকে সীমান্তে সম্প্রতি হতাহতের সংখ্যা বেড়ে যাওয়া,বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের উপর অহেতুক গুলিবর্ষণ, মারধর, হামলা, আটকের বিষয়গুলো তোলা হয়। এছাড়া ভারত হতে অবৈধভাবে গরু, মাদক, বিস্ফোরক পাচার বন্ধেও আলোচনা  হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে, যে কোন সময় সীমান্তে উদ্ধুত যে কোন সমস্যা যে কোন পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানে উভয়পক্ষ সহমত হয়। বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে যে ,চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই বাহিনীর বিদ্যমান সুসম্পর্ক জোরদার হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত