চাঁপাইনবাবগঞ্জের ২টি ইউপি'র চেয়ারম্যান পদে উপনির্বাচনে একটিতে বিজয়ী নৌকা ও অপরটিতে ধানের শীষ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২০, ১৬:৩০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন মঙ্গলবার(২০ অক্টোবর) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

চরঅনুপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আ'লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো.সেরাজুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট ২ হাজার ৪৬২। নিকটতম প্রতিদ্বন্দী মোটরসাইকেল প্রতীকের জহিরুল হক বিশ্বাস বুলু পেয়েছেন  ২ হাজার ৬২ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আব্দুল লতিফ পেয়েছেন ২ হাজার ৬ ভোট। নির্বাচনে  ওই ৩ প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। চরঅনুপনগর ইউনিয়নে ভোটার ছিলেন ৮ হাজার ৮৮৮ জন। ৯ কেন্দ্রে বুথ ছিল ২৮টি। চরঅনুপনগর নির্বাচনের রির্টানিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল কবির মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

অপরদিকে ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের সাদির আহম্মেদ ভুলু।তাঁর প্রাপ্ত ভোট ৮হাজার ৯৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দী আ'লীগের নৌকা প্রতীকের খাইরুল ইসলাম পেয়েছেন ৮হাজার ৭৩০ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ধানের শীষ প্রার্থী ২০৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন  এই দু'জনই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।

ফতেপুর নির্বাচনের রির্টানিং অফিসার ও নাচোল উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ মঙ্গলবার রাত ৮টার দিকে বেসরকারী ফলাফল ঘোষণা করেন। ফতেপুর ইউনিয়নে ভোটার ছিলেন ২৩ হাজার ৮১৮ জন। ১২টি কেন্দ্রে বুথ ছিল ৬৮টি।

উল্লেখ্য,সাদিকুল ইসলাম বাচ্চুর মৃত্যুতে চরঅনুপনগর ও ইসরাইল হকের মৃত্যুতে ফতেপুর ইউপি'র চেয়ারম্যান পদ শূণ্য হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত