‘পিরোজপুরে ক্যাডার রাজনীতি চলবে না’

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২০, ২৩:১৫

সাহস ডেস্ক

পিরোজপুরে নির্মানাধীন বেকুটিয়া সেতুতে কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিককে হত্যা করায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘পিরোজপুরে ক্যাডার রাজনীতি চলবে না। চীনা নাগরিককে হত্যা করে পার পাওয়ার কোন সুযোগ নেই। চীন চলে গেলে পদ্মা সেঁতু হবে না। দেশের উন্নয়ন হবে না। টাকার জন্য যারা চীনা নাগরিককে খুন করেছেন তা আজ হোক কাল হোক বেরিয়ে আসবেই।’

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদের যৌথ উদ্যোগে সনাতন হিন্দু ধর্মালম্বিদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রেজাউল করিম।

রেজাউল করিম বলেন, ‘দূর্গোৎসব হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নয়। মহালয়ের সূচনা থেকে সুরের ব্যঞ্জনা আমাদের মুসলিম সম্প্রদায়কে আকৃষ্ট করে।  সকল ধর্মেই জীব, সমাজ বা অন্যের কল্যাণের কথা উল্লেখ আছে। আমাদের সকলকে নিজ ধর্ম সহ অন্য ধর্মের প্রতি আন্তরিক হতে হবে।’

তিনি বলেন, ‘আমরা হিন্দু মুসলমান ভাগাভাগি করে আনন্দ উপভোগ করি। হিন্দু মুসলমানের ধর্ম ব্যবস্থার গন্তব্য একই জায়গায়। হিন্দু যে ভাষায় কাঁদে অন্যান্য সম্প্রদায় ঠিক একই ভাষায় কাঁদে। স্রষ্টার সান্নিধ্য লাভে আমরা একই ভাবে সাধনা করি। দূর্গা যে ভাবে অন্যান্য দেব দেবীকে নিয়ে অশুরকে বধ করেছে আমরা এ থেকে শিক্ষা নিয়ে, ঐক্য বদ্ধ হয়ে যারা অশুভ কাজে লিপ্ত তাদের ধ্বংস করতে পারি না? ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা সঠিক ভাবে ধর্ম পালন করে কিনা সন্দেহ।’

মন্ত্রী বলেন, ‘আমি মন্ত্রী হবার পরে পিরোজপুরে কোন হিন্দুর জায়গা দখল করা হয়নি। কোন হিন্দু মেয়ে লাঞ্চিত হয়নি। আমি কোন অশিক্ষিত লোককে স্কুল কলেজর সভাপতিনিয়োগ করিনি।’

প্রশাসনকে উদ্দেশ্য করে শ ম রেজাউল করিম আরও বলেন, ‘কোন পূজা মন্দিরে কোন মেয়েকে ইভটিজিং করা হলে তাকে ধরে সাথে সাথে কারাগারে প্রেরণ করবেন।’

বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নাজিরপুর শাখার সভাপতি সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মহিলা সংসদ সদস্য সাধনা রানী হালদার, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. হাকিম হাওলাদার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, নাজিরপুর উপজেলা চেয়াম্যান অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়েদুর রহমান, হিন্দু কল্যান ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, সাবেক ট্রাষ্টি বিপুল বিহারী হালদার, পিরোজপুর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার ১১৯টি পুজা মন্দিরের সভাপতিদের হাতে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ও জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন। একই অনুষ্ঠানে উপজেলার ২২টি হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর ‘জমি আছে ঘর নাই’ আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মান শেষে তাদের হাতে ঘরের চাবি তুলে দেন।

উল্লেখ্য, গত বুধবার (৭ অক্টোবর) পিরোজপুরে নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক মি. লাওফা (৫৮)কে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত