সিরাজগঞ্জে আদিবাসীদের ডিসি অফিস ঘেরাও কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২০, ১৯:৪৭

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলংগা থানাধীন চৈত্রহাটি গ্রামের শ্রীশ্রী জগদীশ্বরী মাতা মন্দির ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা ও আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার সহ ১০ দফা দাবিতে সিরাজগঞ্জ ডিসি অফিস ঘেরাও স্মারকলিপি প্রদান কর্মসূচি আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। শুরুতে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সিরাজগঞ্জ জেলা প্রশাসক মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পদান করা হয়।

সমাবেশ শেষে আদিবাসীদের বিশাল মিছিল নিয়ে ডিসি অফিস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে পুলিশ বাঁধা প্রদান করলে আদিবাসীরা শহিদ মিনারের সামনের রাস্তায় বসে স্লোগান দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তারা, চৈত্রহাটি গ্রামের আদিবাসীদের নামে দায়েরকৃত মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দিরের নামে সি.এস রেকর্ডকৃত ৩৪২.১১ একর জমি ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, মন্দিরের পুকুরে ভূমিদস্যু আলতাফ হোসেন, দেলবার খাঁ ও হান্নান খাঁ এর প্রায় শতাধিক লোকজন জোরপূর্বক মাছ ধরতে গেলে আদিবাসীরা বাধা দেয় এতে ৮জন আদিবাসী আহত হয়। এসময় কৌশলে ভূমিদস্যুরা নিজেদের একজনকে হত্যা করে এবং আদিবাসীদের নামে মিথ্যা মামলা দায়ের করে। এরপর থেকেই সেখানকার মুন্ডা জাতিসত্তার পুরুষেরা দীর্ঘ ৬ মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে। ভূমিদস্যুদের হামলায় আহত হয়ে অলোকেশ মুড়ারী গত ১৪ অক্টোবর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত অলোকেশ মুড়ারীর হত্যাকারীদের শাস্তির ও আদিবাসীদের নামে মিথ্যা হত্যা মামলা এবং নিরাপত্তা বিধানের জোরালো দাবি জানান বক্তারা।

জাতীয় আদিবাসী পরিষদ উল্লাপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক সুশীল মাহাতোর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, কোষাধ্যক্ষ সুধির তির্কী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, চাপাঁইনবাবগঞ্জ জেলা সভাপতি বিচিত্রা তির্কী, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, পাবনা জেলা সাধারণ সম্পাদক আশিক বানিয়াস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, জাতীয় আদিবাসী পরিষদ উল্লাপাড়া উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক নয়ন মুড়ারী ও মহারানী মুন্ডা প্রমূখ।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা সভাপতি ইসমাইল হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিরাজগঞ্জ জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক নব কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা সহ-সভাপতি ও দিলপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব কুমার ঘোষ প্রমূখ।