বিদ্যমান সমস্যা দূর করতে ঐক্যমত বাংলাদেশ-ভারত

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২০, ০২:১৬

সাহস ডেস্ক

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো দূর করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। আলোচনায় তারা চলতি বছরেই যৌথ নদী কমিশনের বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র সচিবের সাথে ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উভয়ে এ বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

বৈঠকে এয়ার ট্রাভেলের বিষয়েও আলোচনা হয়। বর্তমানে একজন মেডিকেল রোগীর সাথে একজন অ্যাটেনডেন্ট ভারতে যেতে পারেন। ভবিষ্যতে একজন রোগীর সাথে যেন দুজন অ্যাটেনডেন্ট যেতে পারেন, বাংলাদেশের এমন অনুরোধে ভারত সম্মত হয়েছে।

বাণিজ্য ঘাটতি দূরীকরণ এবং সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারও আলোচনায় উঠে আসে এবং উভয়পক্ষ এসব বিষয় দ্রুত সমাধানের বিষয়ে একমত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত