রামগতিতে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২০, ২০:৩৮

লক্ষ্মীপুরের রামগতিতে প্রজনন মৌসুমে মেঘনা নদীর মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার টাংকী ঘাটে স্থানীয় জেলে ও আড়ৎদারদের নিয়ে বিসিজি আউটপোস্ট রামগতি এ সভার আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন, টাস্কফোর্স কমিটির সভাপতি ও রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিন।

এতে রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) নাজমুল আহম্মেদ, বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাইনুল হক, চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. নাছির উদ্দিন ও টাংকী ঘাটের সভাপতি আব্দুর রব। এসময় স্থানীয় জেলে, আড়ৎদারগণ উপস্থিত ছিলেন।

১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। এসময় চাঁদপুরের ষাটনল থেকে লক্ষীপুরের রামগতি মেঘনা নদী পর্যন্ত ইলিশের প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সকল মাছ ধরার ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করে। এ নিষিদ্ধ সময়ে মাছ ধরা, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, বিনিময়, ক্রয় অথবা বিক্রি করা যাবে না। এ আইন আমান্য করলে কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২ বছর জেল অথবা জরিমানা এবং উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত