চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রামে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৬ জনের কারাদন্ড

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২০, ১৭:০৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে বরেন্দ্রাঞ্চলের গভীরে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাবুডাইং গুচ্ছগ্রামে স্থানীয়ভাবে চুয়ানী  জাতীয় মাদক তৈরী ও বিক্রির ঘাঁটিতে মোবাইল কোর্ট নিয়ে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়। গত শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে পরিচালিত অভিযানে মাদকসেবন ও বিক্রির দায়ে ৬ জনকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুহুল আমিন ও রবিন মিয়া।

অভিযানে ৫ মাদকসেবীকে ৩ দিন করে কারাদন্ড দেয়া হয়। এরা হলেন একই ইউনিয়নের বিল বৈলঠা গ্রামের মৃত আমরিত কোল মুরমুর ছেলে দেবিলাল কোল মুরমু (৬০), চাঁপাইনবাবগঞ্জ শহরের দূর্গাপুর মিয়াপাড়া মহল্লার নাসিরুল ইসলামের ছেলে নাহিদুজ্জামান সাগর(২০), দূর্গাপুর নয়াটোলা এলাকার তাজিমুল হোসেনের ছেলে মুনজিল হোসেন(২১), হরিপুর রোডপাড়া এলাকার আখতারুল ইসলামের  ছেলে শিহাব আলী(২০), জেলার শিবগঞ্জ উপজেলার গোপালনগর এলাকার আব্দুল গাফফারের ছেলে আলী ফরহাদ (২৩)।

এছাড়া মাদক বিক্রির দায়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামের মৃত কার্তিক কোল মুরমুর ছেলে হরেন কোল মুরমুকে (৩৫) ১৫ দিন কারাদন্ড ও ৬ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রায়হান খান বলেন,বরেন্দ্রাঞ্চলের গভীরে রাজশাহী জেলার সীমানায় অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই গ্রামে স্থানীয়ভাবে তৈরী চুয়ানী জাতীয় দেশীয় মাদক তৈরী,বিক্রি ও বিভিন্ন এলাকার মাদকসেবীদের আনাগোণা নজরে এলে অভিযান চালানো হয়।