ভোলাহাটে গৃহবধু অপহরণ ও গণধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২০, ১৮:১৭

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গৃহবধুকে (৩০)অপহরণের পর গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় ২ আসামীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোহালবাড়ি গ্রামের শাহাবুদ্দিন (২৫) ও একই গ্রামের অসেন(৩৫)।

পলাতক রয়েছেন মামলার প্রধান  আসামী ও উপজেলার খালেআলমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন(৩০)। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ভোলাহাট থানার অফিসার ইনচার্য(ওসি) মাহবুবুর রহমান এবং মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও খানার পরিদর্শক(তদন্ত) আনোয়ার হোসেন জানান, গত  শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে একটি আমবাগানে নিয়ে ৩ জন গণধর্ষণ করে বলে এজাহারে অভিযোগ করেছেন নির্যাতিতা।

এ ঘটনায় পরদিন রোববার দিবাগত গভীর রাতে (৫ অক্টোবর) ওই ৩ জনকে আসামী করে নিজেই মামলা করেন গৃহবধু। এর পরপরই পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে সোমবার(৫ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।একই সাথে ওই নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতােেল পাঠানো হয়। পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত