কুষ্টিয়ায় সরকারী চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২০, ২০:০১

সরকারী (ভিজিডি) চাল আত্মসাতের দায়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু বরখাস্ত। মনির হাসান রিন্টু কুমারখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান বুধবার (০৭ অক্টোবর)  এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত  চিঠি পেয়েছেন বলে তিনি জানান । চাপরা ইউপি চেয়ারম্যান মনির হাসান রিন্টু জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। জুন ২০১৮ মাসের ভিজিডি কার্ডধারীদের মাঝে ৮/১১/২০১৮ তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে চাউল বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের জুন মাসে চাপড়া ইউপি চেয়ারম্যান মনির হাসান রিন্টুর বিরুদ্ধে ২৪৯ বস্তা (৭.৪৭০ মে টন) সরকারী চাল (ভিজিডি) আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি তদন্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে স্থানীয়ভাবে তদন্তে রিন্টুর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত