শিবগঞ্জে আবাদী জমিতে গাঁজা চাষ, ৫৫ কেজি ওজনের ২০টি গাছসহ গ্রেপ্তার ১

প্রকাশ : ০১ অক্টোবর ২০২০, ১৭:১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বেড়া দিয়ে ঘিরে আবাদী জমিতে বাগান সৃষ্টি করে গাঁজা চাষ করার অভিযোগে বিভিন্ন উচ্চতার ৫৫ কেজি ওজনের ২০টি তাজা গাঁজা গাছ সহ মিজানুর রহমান (৩৯) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে দাইপকুরিয়া ইউনিয়নের কর্ণখালি গ্রামে ওই জমিতে অভিযান চালিয়ে গাছগুলো সহ মিজানুরকে গ্রেফতার করে র‌্যাব। তিনি কর্ণখালি পশ্চিমপাড়া গ্রামের আতাহার হোসেনের ছেলে।


চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন বলেন, গাঁজা চাষের গোপন  খবর পেয়ে অভিযানটি চালানো হয়। অভিযানকালে  মিজানুরের ওই জমিতে ছোট বড় ২০টি সবুজ ডালপালা পাতা সহ কাঁচা গাঁজা গাছ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষে জড়িত বলে স্বীকার করেছেন। এএসপি আজমল হোসেন আরও বলেন,মিজানুর একজন মাদক ব্যবসায়ী। সুকৌশলে তিনি গাঁজা চাষে লিপ্ত। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দেয়া হয়েছে।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত