সাতক্ষীরার বৈকারী সীমান্তে ১০টি স্বর্ণের বার সহ আটক -১

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৩

সাতক্ষীরা সদরের  সীমান্তবর্তী বৈকারী এলাকা থেকে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ১০ টি স্বর্ণের বার(১ কেজি ৫শ ৭০ গ্রাম) ও একটি সুজুকি মোটরসাইকেল সহ চোরাকারবারি সব্বির হোসেন কে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার সকাল বিজিবির কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুন্ডু  নেতৃত্বে একটি টহল দল এই স্বর্ন আটক করে।

আটককৃত সাব্বির হোসেন(১৮) ছয়ঘোারিয়া এলাকার হারুন অর-রশিদের ছেলে।  
 
বিজিবির ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্তের মেইন পিলার ৭/৪৯-এস এর কাছে বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে এই স্বর্ন ও পাওয়া যায়। তিনি জানান, স্বর্ণের  বাজার মূল্য ৯৭ লক্ষ  ৩ হাজার ২শ ২৭ টাকা ও সুজুকি মোটর সাইকেলটির বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা।তিনি আরো জানান একটি বাইক সহ একজন চোরাকারবারি কে আটক করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত