সরকারি কলেজের আট শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ ভুয়া

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২

সাহস ডেস্ক

রংপুরের পীরগঞ্জ উপজেলার সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের আট জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ ভুয়া। শিক্ষক নিবন্ধন সনদ যাচাই প্রতিবেদনের পর ভুয়া সনদধারীদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এই নির্দেশ দেয়।

আটজন কলেজ শিক্ষক হচ্ছেন- সমাজবিজ্ঞানের প্রভাষক সুরাইয়া বেগম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জিল্লুর রহমান, প্রভাষক হুরুন্নাহার খাতুন, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হাসিনা আক্তার, প্রভাষক শহীদ বদরুদ্দোজা, ইতিহাস বিভাগের প্রভাষক ফারহানা খাতুন, প্রভাষক আয়েশা প্রধান দিপ্তী ও একই বিভাগের প্রভাষক কেয়া শারমিন।

আদেশে বলা হয়, সনদধারী ব্যক্তিরা জালিয়াতির আশ্রয় নিয়েছেন মর্মে দালিলিকভাবে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে পীরগঞ্জ থানায় মামলা করে এনটিআরসিএ-কে অবহিত করতে আদেশে নির্দেশ দেওয়া হয়।

জাল সনদধারীদের বিষয়ে এনটিআরসিএ আদেশে দেখা গেছে, কারও সনদ অন্যের সনদের নম্বর ব্যবহার করে জাল করা হয়েছে। আবার ফলাফলের তালিকায় উত্তীর্ণ না থাকলেও পাসের সনদ তৈরি করা হয়েছে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন ও রোল নম্বরের ভিত্তিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত