প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গেটের বাইরে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫০

সাহস ডেস্ক

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গেটের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। তাদের দাবি, অবিলম্বে ভিসার মেয়াদ বাড়িয়ে তাদের বিমানের টিকিটের ব্যবস্থা করা।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের সোনারগাঁ হোটেলের সামনে তারা ভীড় করেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি এয়ারলাইন্স টিকিট বিক্রি সংক্রান্ত সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় গতকালের মতো আজ (বুধবার) সকালেও কারওয়ান বাজারে সাউদিয়া কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন প্রবাসীরা। সেখান থেকেই বিক্ষোভকারীদের একাংশ ইস্কাটন গার্ডেনের প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে অবস্থান নেয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, উপস্থিত প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকে যেতে চাচ্ছিলেন। 

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, মন্ত্রণালয় থেকে সৌদি আরবে ফিরে যাওয়ার টিকিটের নিশ্চয়তা দেওয়ার পর তারা শান্ত হয়েছেন এবং রাস্তা থেকে সরে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত