সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে মাথার চুল কেটে নির্যাতন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১

উল্লাপাড়ায় যৌতুকের দাবিতে নারগিস বেগম নামে এক গৃহবধূকে নির্যাতন করে মাথার চুল কেটে দিয়েছে গৃহবধূর শশুরসহ স্বজনরা। গৃহবধূ নারগিস বেগম অভিযোগ করে জানান, গত ১১ বছর আগে ভালবেসে উল্লাপাড়া উধুনিয়া গ্রামের হাবিবর রহমানের ছেলে শফিকুল ইসলামকে বিয়ে করেন। স্বামীর যৌতুকের জন্য কোন লোভ না থাকলেও শ্বশুর ও বাড়ির অন্যান্যরা গৃহবধূকে প্রায়ই যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে।

সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর রাতে আবারো যৌতুক আনবার জন্য গৃহবধুকে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে শ্বশুর হবিবর রহমানসহ বাড়ির অন্যান্যরা গৃহবধূকে মারধর শুরু করে। মারধরের সময় শ্বশুর সহ অন্যান্যরা জোর করে তার মাথার চুল বটি দা দিয়ে কেটে দেয় এবং মাথায় কোপ দেয় বলেও অভিযোগ গৃহবধূর।

এ বিষয়ে নারগিসের স্বামী শফিকুল জানান, ভালবেসে পছন্দের মেয়েকে বিয়ে করার কারনেই তার বাবা তার উপর ক্ষুব্ধ। যে কারনে প্রায়ই তার বাবাসহ বাড়ির অন্যান্যরা তাদের উপর চড়াও হয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বর্তমানে নির্যাতনের স্বীকার গৃহবধূ নারগিস বেগম সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত