আগামীকাল থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:০০

অনলাইন ডেস্ক
ছবি: প্রথম আলো

এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী কাল বুধবার থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে এবং ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এর আগে করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে কয়েক দফায় আরও বেশকিছু ট্রেন চলাচল শুরু হয়।