গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী'র নারীদের মাঝে ছাগল বিতরণ

প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১৯:০৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারীদের ছাগল পালন প্রশিক্ষণ প্রদান ও ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগষ্ট) ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন'র অর্থায়নে ও অগ্রদূত বাংলাদেশ'র  বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী ও সহায়ক সামাউন হক।

অগ্রদূত বাংলাদেশ সভাপতি আখতারুল ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম। বক্তব্য দেন অগ্রদূত বাংলাদেশ নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম।

প্রশিক্ষণ শেষে ২২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারকে আয় বর্ধনের জন্য ১ টি করে ছাগল দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত