নিম্নচাপের প্রভাবে রামগতির উপকূলের নিম্মাঞ্চল প্লাবিত

প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ২০:২৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নিম্ম চরাঞ্চলসহ নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে।

উপজেলার বয়ারচর, চর লক্ষী, বড়খেরী, চর রমিজ, রঘুনাথপুর, চর মেহার, চর আবদুল্যা, তেলিরচর, চর গোসাই, চর আলগী, উত্তর সেবাগ্রাম,চর আলেকজান্ডার, সবুজগ্রাম, সুজনগ্রাম, চর মটুয়াসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। 

অতিরিক্ত জলোচ্ছ্বাসে শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার, মসজিদ, শতশত বসতঘর বাড়ি, ফসলী জমি ও মৎস্য চাষের পুকুর ভেসে গেছে। 

খবর পাওয়া গেছে,এতে উত্তর সেবাগ্রামের মোঃ আবদুল্যার বসতঘর জোয়ারের প্রভাবে পড়ে যায় ওই সময় ঘরের চাপায় পড়ে তার স্ত্রী ও ছেলে আরমান আহত হয়। এছাড়াও চরলক্ষ্মী গ্রামের মেঘনা নদীর তীরে অবস্থিত বেশ কিছু বসত ঘর এবং রক্ষা বাঁধের বেশ কিছু স্থান ধ্বংস হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত