ময়ূর-২ লঞ্চের মালিকের জামিন

প্রকাশ : ২৯ জুলাই ২০২০, ২৩:২৩

সাহস ডেস্ক

সতের দিন কারাবাসের পর কোরবানির ঈদের আগে জামিন পেয়েছেন ময়ূর-২ লঞ্চের মালিক মোসোদ্দেক হানিফ সোয়াদ। এর আগে গত ১২ জুলাই তিন দিনের রিমান্ড শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বুধবার (২৯ জুলাই) ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈকত হোসেন চৌধুরীর (ভার্চুয়াল) শুনানি শেষে এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নান জানান, আসামি মোসাদ্দেক হানিফ ছোয়াদের পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদনের ওপর শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

প্রসঙ্গত, চাঁদপুর রুটের এই লঞ্চটির ধাক্কায় গত ২৯ জুন ঢাকা সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে মুন্সীগঞ্জ রুটের মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চ ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় নৌপুলিশের মামলার পর গত ৮ জুলাই পুলিশ গ্রেপ্তার করে সোয়াদকে। এরপর পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গত ১২ জুলাই তাকে পাঠানো হয় কারাগারে। সেদিন থেকে কারাগারে রয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত