ঋণের বোঝার চাপে শিবগঞ্জে কৃষকের আত্মহত্যা

প্রকাশ | ২৭ জুলাই ২০২০, ১৭:০৮

অনলাইন ডেস্ক

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জবদুল (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের একটি বেগুন ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গত শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে রাতের খাবার পর বাড়ি থেকে বাজারে যাবার কথা বলে বের হবার পর তিনি নিঁখোজ ছিলেন।

মৃতের পরিবার,পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা,বিভিন্ন এনজিও থেকে নেয়া চারটি ঋণ পরিশোধের চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে বিষপানে ওই কৃষক আত্মহত্যা করেছেন।

জবদুল বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো.শুবুরুদ্দিনের ছেলে।

মরদেহ উদ্ধারকারী শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) নুরুল ইসলাম জানান,মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তিনি বলেন, ঋণ পরিশোধ নিয়ে জবদুল ইদানিং মানসিকভাবে অসস্তিতে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি আরও পরিস্কার হবে বলেও জানান উপপরিদর্শক।