বরখাস্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের পরিচালক

প্রকাশ : ২২ জুলাই ২০২০, ১৫:২৩

সাহস ডেস্ক
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসান

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক, উপ-পরিচালক পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি ও সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল)  ডা. আমিনুল হাসানকে সরিয়ে দেয়া হচ্ছে।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এই সিদ্ধান্ত বিষয়ক চূড়ান্ত কাগজ স্বাস্থ্যমন্ত্রী বরাবর জমা দেওয়া হয়েছে। তার সাক্ষর করা মাত্রই আমরা নিশ্চিত করতে পারবো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, রিজেন্ট হাসপাতাল এবং জেকেজির হেলথ কেয়ারের হাসপাতাল পরিচালনা ও নমুনা সংগ্রহের অনুমতি প্রদানের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতরের কমপক্ষে এক ডজনেরও বেশি কর্মকর্তার তালিকা তৈরি করা হয়েছে। ক্রমান্বয়ে তাদের বদলি কিংবা বরখাস্ত করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত