ঈদে রেলের বাড়তি কোনো প্রস্তুতি নেই: রেলমন্ত্রী

প্রকাশ | ২১ জুলাই ২০২০, ১৪:৪৬ | আপডেট: ২২ জুলাই ২০২০, ০৩:৫১

অনলাইন ডেস্ক

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঈদে বাড়তি ট্রেন ও অগ্রিম টিকিট বিক্রি করে দুর্যোগ গ্রামে ছড়াতে চায় না রেল মন্ত্রণালয়। ঈদে রেলের বাড়তি কোনো প্রস্তুতি নেই, সরকারের নির্দেশনা অনুযায়ী যেভাবে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলছে, সেভাবেই চলবে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেল ভবনে ঈদের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি বাড়তি ট্রেন যোগ করি তাহলে সেটা বিপরীত হয়ে যাবে। একদিকে বলছি, বাড়ি যাবেন না, অন্য দিকে সুযোগ করে দিচ্ছি, সেই বিপরীতমুখী কাজ করবে না রেল। মহামারি হ্রাস না পাওয়া পর্যন্ত যেভাবে ট্রেন চলছে, সেভাবেই চলবে। কোনো ভাড়াও বাড়ানো হবে না।  

মন্ত্রী বলেন, ঈদে যে যেখানে আছেন, সেখানেই ঈদ উদযাপন করুন। দেশের স্বার্থে আপনারা বাড়ি যাওয়া থেকে বিরত থাকুন। নিজেকেও নিরাপদ রাখুন।