সাহাবউদ্দিন হাসপাতালের এমডি গ্রেপ্তার

প্রকাশ : ২১ জুলাই ২০২০, ০১:৫৫

সাহস ডেস্ক

নেগেটিভ রোগীকে করোনা পজিটিভ বলে হাসপাতালে রোগী ভর্তি রেখে অর্থ আত্মসাতের অভিযোগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, হাসপাতালটির এমডি ফয়সাল আল ইসলামকে (৩৪) রাজধানীর একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সাল হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবউদ্দিনের বড় ছেলে।

তিনি জানান, সাহাবউদ্দিন হাসপাতালের বিরুদ্ধে অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা এবং ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া ফয়সাল আল ইসলাম এজহারভুক্ত পলাতক আসামি ছিলেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত