ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহন বন্ধ থাকবে

প্রকাশ | ১৫ জুলাই ২০২০, ১৪:৩২ | আপডেট: ১৬ জুলাই ২০২০, ০২:০১

অনলাইন ডেস্ক

ঈদের আগে পাঁচ দিন, ঈদের দিন ও ঈদের পরে তিন দিনসহ মোট ৯ দিন গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঈদের আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে আসবে। একইসঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

বুধবার (১৫ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ঈদ-উল-আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে তিনি এ সব কথা জানান।

৯ দিন গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার কথা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের পরে ৩ দিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব।

তিনি বলেন, যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাচঁ দিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের তিন দিন পরেই আসতে হবে।