হাইকোর্টের তিনটি দাফতরিক শাখা খোলা রাখার নির্দেশ

প্রকাশ : ১২ জুলাই ২০২০, ২০:৪৩

সাহস ডেস্ক

চলমান করোনা পরিস্থিতির মধ্যে হাইকোর্টের তিনটি দাফতরিক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এই তিনটি শাখা হলো- ফাইলিং, এফিডেভিট এবং নকল শাখা।

রবিবার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১২ জুলাই) থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফাইলিং শাখা, এফিডেভিট শাখা এবং নকল শাখার নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীরা এবং সংশ্লিষ্ট সবাইকে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করার নির্দেশ প্রদান করা হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত