ইতালি ফেরত ১৪৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

প্রকাশ : ১০ জুলাই ২০২০, ২২:০৬

সাহস ডেস্ক

ইতালির বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া ১৪৭ জন বাংলাদেশিকে রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর চারজনকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোররাতে তারা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে ইতালি ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে কারও শরীরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ পাওয়া যায়নি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, ফ্লাইটটিতে প্রায় ৩ শতাধিক যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে ইতালি ঢুকতে না পারা ১৪৭ জন ছিলেন। তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ৬ জুলাই বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বাংলাদেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ইতালি। এ ঘোষণার পরও ৮ জুন বাংলাদেশ থেকে কাতার হয়ে ইতালিতে যাওয়া দুটি ফ্লাইটের ১৬৮ বাংলাদেশিকে ফিরিয়ে দেয় ইতালি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত