মৃত গরুর মাংস বিক্রি করায় দুই কসাইকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশ : ১০ জুলাই ২০২০, ১৩:৫৯

সিরাজগঞ্জ পৌর শহরের কাঠের পুলে মৃত্যু গরুর মাংস বিক্রির অপরাধে কসাই জিন্নাহ ও হেলাল উদ্দিন কে ১০ দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার  (৯ জুলাই)সকালে উপজেলা নির্বাহী  কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার এ দণ্ড দেন।

সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠের পুলে মৃত্যু গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সরকার অসীম কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীকে এই জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সরকার অসীম কুমার জানান, কাঠেরপুলে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন  ২০১১ এর ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং  মাংস জব্দ করা হয় । তিনি আরো জানান, প্রশাসনের এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে।

পরে তিনি ভেটেরিনারি  সার্জন এর সহযোগিতার মৃত গরুর মাংস পরিক্ষা-নিরীক্ষা করা জন্য ল্যাবে পাঠানোর নির্দেশ প্রদান করেন।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত