শিবগঞ্জে গৃহবধুর মরদেহ উদ্ধার,স্বামী পলাতক

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ১৯:২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে পারুল বেগম (৩৫) নামে দু'সন্তানের জননী এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। তবে দেহের অন্য কোথাও আঘাতের কোন চিহ্ন নেই।

বৃহস্পতিবার(২'জুলাই) সন্ধ্যা সাতটার দিকে চককীর্তি ইউনিয়নের দুবলিভান্ডার ফকিরপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ গৃহবধু'র স্বামী রবিউল ইসলামের(৪০) কোন সন্ধান পায় নি।

শিবগঞ্জ থানার পরিদর্শক (অভিযান) ইকবাল পাশা বলেন,গৃহবধুর ভাইয়ের দেয়া  খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। গৃহবধুর স্বামী রবিউল এসময় বাড়িতে ছিলেন না। তবে পুলিশ প্রাথমিকভাবে  জানতে পেরেছে, বৃহস্পতিবার বিকেলে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে ওই গৃহবধু ঘরের ভেতর গলায় রশির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ নামিয়ে বারান্দায় রাখার পর ভয়ে পালিয়ে যান। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।

পরিদর্শক ইকবাল আরও বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। প্রায় দেড়যুগ পূর্বে পারুলের বিয়ে হয়। তার ১৫ ও ৭ বছরের দুটি ছেলে রয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত