করোনাভাইরাসে আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ২১:৫১ | আপডেট: ০২ জুলাই ২০২০, ২২:১২

অনলাইন ডেস্ক

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, কয়েক দিন আগে জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বাসায় আইসোলেশনে থাকলেও গতকাল তিনি সিএমএইচে ভর্তি হন। তবে তার শারীরিক অবস্থা ভালো। জ্বর-কাশিসহ তেমন কোনো উপসর্গ নেই।

বুধবার (১ জুলাই) পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক হাসপাতালে ভর্তি হন বলে জানান জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ।