কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ডলফিনের মৃত্যু

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০৩:৫২ | আপডেট: ০২ জুলাই ২০২০, ১৫:০৩

অনলাইন ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও একটি ডলফিনের মৃত্যু হয়েছে। ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, এমনকি নাড়িভুঁড়ি পর্যন্ত বেরিয়ে গেছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে ডলফিনটি ভেসে আসে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জেলেদের জালে বা ট্রলারে আঘাত পেয়ে মারা গেছে ডলফিনটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডলফিনটি যখন তীরে ভেসে আসে তখন তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে ছিল। তীরে আসার পর মাত্র ৮ থেকে ১০ মিনিটের ব্যবধানে ডলফিনটি মারা যায়।

সেভ দ্যা নেচার অব বাংলাদেশর চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন জানান, ডলফিনটি দেখে অনুমান করা যায় মৃত্যু হয়েছে বেশিক্ষণ হয়নি। তবে সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ সময়েও কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে জেলেরা মাছ শিকারের জন্য সাগরে যায়। তাদেরই কোনো জালে আটকে ও আহত হয়ে যে ডলফিনটি মারা গেছে স্পষ্ট। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদনের নির্ভর করছে।