‘ময়ূরী’ ধাক্কায় ডুবে যায় ‘মর্নিং বার্ড’

প্রকাশ : ২৯ জুন ২০২০, ১৩:২১

সাহস ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ফরাশগঞ্জ এলাকায় প্রায় ১০০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ঢাকাগামী ‘মর্নিং বার্ড’ লঞ্চটি ‘ময়ূরী’ নামে আরেক লঞ্চের ধাক্কায় ডুবে যায়। লঞ্চডুবির ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৬ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গার শ্যামবাজার এলাকায় লঞ্চডুবির ঘটনা ঘটে। এখনও আরও অনেকে নিখোঁজ আছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য এ স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুইতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, উদ্ধার অভিযানের সময় ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকেই সাঁতার কেটে বুড়িগঙ্গা নদীর পাড়ে উঠতে সক্ষম হয়েছে। উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত