ভ্যাকসিন আবিষ্কারের জন্য ৫০ হাজার ডলার দেবে বাংলাদেশ

প্রকাশ : ২৯ জুন ২০২০, ০০:০৯

সাহস ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন আবিষ্কারের জন্য বৈশ্বিক চেষ্টার অংশ হিসাবে বাংলাদেশ ৫০,০০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

শনিবার (২৭ জুন) ইউরোপীয় কমিশন এবং গ্লোবাল সিটিজেন আয়োজিত ‘গ্লোবাল সিটিজেন ফর দ্যা প্লেজিং সামিট’ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ প্রতিশ্রুতি দেন।

মন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি মোকাবিলা করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি সবসময় বলে আসছে। এই আর্থিক প্রতিশ্রুতির মাধ্যমে সবার জন্য ভ্যাকসিন যাতে সহজলভ্য হয়, সবাই যেন ভ্যাকসিন পায় তার জন্য বাংলাদেশ বৈশ্বিক এই প্রচেষ্টায় অংশগ্রহণ করছে।

মন্ত্রী আরও বলেন, কোভিডের কারণে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের উন্নয়ন পথযাত্রা ব্যাহত হচ্ছে। সরকারের অগ্রাধিকার তিনটি। সেগুলো হচ্ছে জীবন বাঁচানো, চিকিৎসা দেওয়া এবং তৃতীয় সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত