ঢাকা-লন্ডন রুটে প্রথম শিডিউল ফ্লাইট পরিচালনা করল বিমান

প্রকাশ : ২১ জুন ২০২০, ১৫:৪৯

সাহস ডেস্ক

করোনার কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর এই প্রথম অন্তর্জাতিক রুটে শিডিউল ফ্লাইট পরিচালনা করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ফ্লাইটে ১৮৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৫ জন শিশু।

রবিবার (২১ জুন) দুপুরে ১৮৭ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করে।

জানা গেছে, উড়োজাহাজটিতে ২৭১ আসন থাকলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বাস্থ্য বিধি মেনে ২৫ শতাংশ আসন খালি রেখে যাত্রী পরিবহন করা হচ্ছে। ১৬ জুন থেকে  ফ্লাইট চালুর অনুমতি পেলেও বিমান আজ থেকে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট শুরু করলো।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত