সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কামাল লোহানীর দাফন

প্রকাশ : ২০ জুন ২০২০, ১৪:৪০

সাহস ডেস্ক

শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে তার জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামেই দাফন করা হবে।

শনিবার (২০ জুন) দুপুরের দিকে কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামে তার বাবাকে (কামাল লোহানী) দাফন করা করা হবে এবং এক্ষেত্রে অবশ্যই সরকারি নির্ধারিত স্বাস্থ্যবিধি মানা হবে।

এর আগে শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সাগর লোহানী জানান, ভোর সাড়ে ৬টায় বাবাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। সোয়া ১০টায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। বাবার মাল্টিপাল অরগান অফ হয়ে গিয়েছিল। প্রেশার কমে গিয়েছিল, একেবারেই বাড়েনি। কিনডি ইনঅ্যাকটিভ হয়ে গিয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত