সশস্ত্র বাহিনীতে ৪ হাজার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশ : ২০ জুন ২০২০, ১৪:১৭

সাহস ডেস্ক

সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

আইএসপিআর জানায়, শুধু গত সপ্তাহেই সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৭১৩ জন সদস্য কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন আটজন। মৃত্যুবরণকারী সকলেই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেলেন। তার নাম ফয়সাল আলম (৩৮)। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা জানান, শনিবার (১৯ জুন) পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ৮ হাজার ৪৯৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ৮ হাজার ১৮৭ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে রয়েছেন। আইসোলেশনে আছেন ৩ হাজার ১৬৫ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৮১১ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত