করোনা রোগীদের সেবায় ১০০ অক্সিজেন সিলিন্ডার দিল সাইফ পাওয়ারটেক

প্রকাশ : ১৩ জুন ২০২০, ১৪:৩৫

সাহস ডেস্ক

অক্সিজেনের অভাবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় এগিয়ে এসেছে চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। চট্টগ্রামের করোনা সেবায় নিয়োজিত হাসপাতালগুলোর জন্য ১০০টি অক্সিজেন সিলিন্ডার (ট্রলি, ক্যানুলা, মাস্ক, রেগুলেটর, ফ্লোমিটারসহ) দিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের হাতে এসব অক্সিজেনের কাগজপত্র তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমীন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

তরফদার রুহুল আমীন বলেন, হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট রোগী বাড়ছে। এ সংকট মোকাবেলায় আমরা ১০০টি সিলিন্ডার দিতে পেরে ভালো লাগছে। যেকোনো সংকটে সাইফ পাওয়ারটেক মানুষ এবং মানবতার পাশে থাকবে।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে জাতীয় সংকট চলছে। লকডাউনের কারণে প্রায় দুই মাস অফিস আদালত বন্ধ ছিল। অনেকেই কর্মসংস্থান হারিয়েছেন। অর্থনৈতিকভাবে মানুষ অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় দেশের একজন সচেতন নাগরিক হিসেবে শুরু থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছি। দুঃস্থ শ্রমিকদের খাদ্য সামগ্রীর পাশাপাশি নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছি। চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের জন্য সেনিটাইজার, গ্লাভস, থার্মাল স্ক্যানার হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত