রবিবার থেকে ওয়ারী ও রাজাবাজার পরীক্ষামূলক লকডাউন

প্রকাশ : ০৭ জুন ২০২০, ০৩:৩২

সাহস ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের এলাকাভিত্তিক লকডাউনের পরিকল্পনা রবিবার থেকে রাজধানীর ওয়ারী ও ধানমন্ডির রাজাবাজার এলাকায় কার্যকর হতে পারে। তবে, প্রাথমিকভাবে এই লকডাউন পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

শনিবার (৬ জুন) সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান।

অতিরিক্ত সচিব বলেন, রবিবার থেকে এলাকাভিত্তিক লকডাউন জারি করা হতে পারে। ওয়ারী ও রাজাবাজার এলাকায় পরীক্ষামূলকভাবে কঠোর লকডাউন জারি হতে পারে। প্রতি লাখে ৩০-৪০ জনের বেশি আক্রান্ত হলে সংশ্লিষ্ট এলাকাকে “রেড জোন” হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং এসব এলাকাতেই লকডাউন জারি করা হবে।

এসব এলাকা থেকে কাউকে বের হতে দেয়া হবে না এবং রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় কাউকে প্রবেশও করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

ঢাকা মেট্রোপুলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের ডেপুটি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ওয়ারী ও রাজাবাজার এলাকায় লকডাউন জারি করার বিষয়ে আলোচনা চলছে। তবে, এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আমরা পাইনি।

ডিএমপি’র ওয়ারী জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হান্নানুল ইসলাম জানান, তারাও এ বিষয়ক কোনো নির্দেশনা এখনও পাননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত