x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৭৩৩ জন, মৃত ৩৯ জন
  •  ফাহিম সালেহর খুনী চিহ্নিত
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৮৭ হাজার, আক্রান্ত ১ কোটি ৩৭ লাখেরও বেশি
  •  কাঠগড়ায় কাঁদলেন সাহেদ, বললেন করোনা আক্রান্ত তিনি

ঢাকা বিভাগে কোভিড-১৯ রোগী সবচেয়ে বেশি

প্রকাশ : ০৩ জুন ২০২০, ১১:১১

সাহস ডেস্ক

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গতকাল মঙ্গলবার আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর হার। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৯১১ জন। এটিও একদিনে সর্বোচ্চ মৃত্যুর হার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জনে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এলাকা বিবেচনায় ঢাকা বিভাগে কোভিড-১৯ রোগী সবচেয়ে বেশি। বাড়ছে ঢাকার বাইরের অন্য জেলাগুলোতেও। বুধবার সরকারের রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে এসব জানিয়েছে।

বিভাগওয়ারি করোনা পরিস্থিতি তুলে ধরা হলো :

ঢাকা বিভাগ

রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ হাজার ১৩৩ জন, ঢাকা জেলায় এক হাজার ৮৯ জন, গাজীপুরে এক হাজার ৭২ জন, কিশোরগঞ্জে ২৩৩, মাদারীপুরে ১৪৫, মানিকগঞ্জে ১৪২, নারায়ণগঞ্জে দুই হাজার ১৫৩, মুন্সীগঞ্জে ৭৫৭, নরসিংদীতে ১৮১, রাজবাড়ীতে ৮৮, ফরিদপুরে ২২৩, টাঙ্গাইলে ৫২ জন, শরিয়তপুরে ১২৪ জন ও গোপালগঞ্জে ২৩২ জন। দেশের মোট করোনায় আক্রান্ত শনাক্তের ৬৯ দশমিক ৭৪ ভাগই ঢাকা বিভাগের।

চট্টগ্রাম বিভাগ

চট্টগামে দুই হাজার ৪৬৫ জন, কক্সবাজারে ৭৯৮, কুমিল্লায় ৯৫৭, ব্রাক্ষণবাড়িয়ায় ১১৬, খাগড়াছড়িতে ৪৭, লক্ষ্মীপুরে ১৪১, বান্দরবানে ৩৯, রাঙামাটিতে ৬৬, নোয়াখালীতে ৬৬৯, ফেনীতে ২২১ ও চাঁদপুরে ১৩১ জন আক্রান্ত হয়েছে। যা মোট আক্রান্তের ১৬ দশমিক ৬৮ ভাগ।

সিলেট বিভাগ

সিলেট বিভাগের সিলেট জেলায় ৪১৮ জন, মৌলভীবাজারে ১০০, হবিগঞ্জে ১৬৮ ও সুনামগঞ্জে ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে এ বিভাগে ২ দশমিক ২৪ ভাগ।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের রংপুর জেলায় ৪৫৬ জন, গাইবান্ধায় ৫১, নীলফামারীতে ১২১, কুড়িগ্রামে ৭০, লালমনিরহাটে ৩৮, পঞ্চগড়ে ৫১, ঠাকুরগাঁওয়ে ৬৫ ও দিনাজপুরে ১৪৩ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মোট শনাক্তের ২ দশমিক শূন্য ৯৪ ভাগ রোগী এ বিভাগে শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের খুলনা জেলায় ৮২ জন, যশোরে ১৫২, নড়াইলে ৩০, মাগুরায় ২৯, ঝিনাইদহে ৫৫, বাগেরহাটে ৩৭, মেহেরপুরে ২৮, সাতক্ষীরায় ৪৬, কুষ্টিয়ায় ৭৪ ও চুয়াডাঙ্গায় ৯৯ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের ১ দশমিক ৮৭ ভাগ রোগী এ বিভাগ থেকে শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৪৯১ জন, জামালপুরে ২০৫, নেত্রকোনায় ২১২ ও শেরপুরে ৮৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের ২ দশমিক ৯৪ ভাগ এই বিভাগ থেকে শনাক্ত হয়েছে।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৬৭ জন, ঝালকাঠিতে ৩০, বরিশালে ৭০, ভোলায় ৪৬, পিরোজপুরে ২৫ ও পটুয়াখালীতে ৮২ জন করোনা রোগী রয়েছে। মোট আক্রান্তের শূন্য দশমিক ৯৪ ভাগ এই বিভাগ থেকে শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৭১ জন, নাটোরে ৫৮, জয়পুরহাটে ১৬৩, বগুড়ায় ২১৬, পাবনায় ৪৫, চাঁপাইনবাবগঞ্জে ৬২, সিরাজগঞ্জে ৪০ ও নওগাঁয় ১৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের ২ দশমিক ৪৫ ভাগ এ জেলায় শনাক্ত হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশে ৫২ হাজার ৪৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত