উচ্চমাত্রার সংক্রমণ ঝুঁকি বাংলাদেশের সব বিমানবন্দরে: ইইউ

প্রকাশ | ০২ জুন ২০২০, ১০:৫৬

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সবগুলো বিমানবন্দরের অবস্থান করোনাভাইরাস সংক্রমিত এলাকায় হওয়ার কারণে উচ্চমাত্রার সংক্রমণ ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যাভিয়েশন সেফটি অ্যাজেন্সি (ইএএসএ)।

বিশ্বব্যাপী “অতি ঝুঁকিপূর্ণ বিমানবন্দরের” একটি তালিকা গত ২৭ মে ইইউ'র সংস্থাটির প্রস্তুত করেছে। ২৯ মে থেকে সেটি কার্যকর হয়েছে।

সংস্থাটি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার, ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং বিখ্যাত কিছু জনস্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় তালিকাটি প্রস্তুত করেছে ইএএসএ ভুক্ত দেশগুলো।

উল্লেখ্য, ঝুঁকিপূর্ণ বিমানবন্দরের তালিকাটিতে ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার কোনো বিমানবন্দরের নাম নেই। তবে পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের সর্বাধিক সংক্রমিত ৬টি রাজ্যের সবগুলো বিমানবন্দর এতে অন্তর্ভুক্ত হয়েছে।