ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা আগের তুলোনায় ভালো

প্রকাশ : ০১ জুন ২০২০, ১২:০২

সাহস ডেস্ক

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা আগের তুলোনায় ভালো রয়েছে। তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেন নিচ্ছেন না।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, স্যার এখন স্বাভাবিক অবস্থায় আছেন। এখন তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেনও নিচ্ছেন না। আজকে তৃতীয় দিনের মতো তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে রয়েছেন। গতকালের চেয়ে আজকে ভালো রয়েছেন স্যার।

ডা. জাফরুল্লাহর ছেলে ও তার স্ত্রীর সম্পর্কে জানতে চাইলে মো. ফরহাদ বলেন, উনার ছেলে ও স্ত্রী বাসায় আছেন। গণস্বাস্থ্যের চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে তারা চিকিৎসা নিচ্ছেন। তারাও মোটামুটি ভালো আছেন।

এর আগে গত ২৪ মে ডা. জাফরুল্লাহ চৌধুরী হালকা জ্বর অনুভব করলে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করেন তিনি। সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তবে ওই কিট সরকারের কাছ থেকে এখনও অনুমোদন না পাওয়ায় তিনি বিএসএমএমইউয়ের পিসিআর ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করালেন। সেখানেও তার করোনা পজিটিভ আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত